
জয়ন্ত সাহা, আসানসোল : মহাকুম্ভের মৌনী অমাবস্যার হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার এক যুবকের। সুত্র মারফত জানা গিয়েছে, মৃতের নাম বিনোদ রুইদাস। বয়স ৪২ বছর। বিনোদ রুইদাস জামুরিয়া থানার কেন্দা বাউড়ি পাড়া এলাকার বাসিন্দা। পরিবার সুত্রে খবর, বিনোদ রুইদাস তাঁর শ্যালক ও এক বন্ধুর সঙ্গে মঙ্গলবার কুম্ভে গিয়েছিলেন। বুধবার গভীর রাতে মৌনী অমাবস্যার ‘শাহি স্নান’ চলাকালীন হঠাৎ করেই শুরু হয় হুরোহুরি তখনই পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বিনোদ রুইদাসের।
বাড়িতে তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা জানিয়েছে কুম্ভমেলায় হুড়োহুড়িতে বিনোদের মোবাইলটি ঘটনাস্থলে পড়ে গিয়েছিল। সেটি কুড়িয়ে পান রাজস্থানের এক বাসিন্দা। তারপর তিনি ফোন করেন পরিবারের লোকেদের। খবরটি শোনা মাত্রই পরিবারের লোকেরা যোগাযোগ করেন পুলিশের সঙ্গে এবং জানতে পারেন বিনোদ রুইদাসের মৃত্যুর খবর।
আত্মীয় সুত্রে জানা যায়, সোমবার বিনোদ রুইদাস ও তাঁর পরিবারের মানুষরা কুলটি থেকে ধানবাদ হয়ে প্রয়াগরাজ রওনা দেন। মঙ্গলবার সেখানে পৌঁছে স্টেশনে কিছুটা সময় থাকার পর রাতে কুম্ভের দিকে রওনা হন। সেখানে অসংখ্য মানুষের ঠেলাঠেলি শুরু হয়। পরিবারের অন্য সদস্যদের সবাইকে ধাক্কা দিয়ে নিরাপদ এলাকায় সরিয়ে দেন বিনোদ। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা তাঁকে। বুধবার সকালে মাইকিং ও অন্যান্য ভাবে খোঁজার পরেও হদিশ মেলেনি তাঁর। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকেলে পুলিশ মারফত খবর পেয়ে স্থানীয় এক হাসপাতালে গিয়ে বিনোদ রুইদাসের মৃতদেহ চিহ্নিত করা হয় ।
ঘটনা শোনার পর থেকেই পরিবার ও পারিপার্শ্বিক গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসছে। পরিবারের অভিযোগ কোন কাগজপত্র দেওয়া হয়নি উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে এবং কোনও সাহায্যের কথাও বলা হয়নি।
ভিডিও দেখুন-