
সঞ্জয় মাঝি,মহেশতলা : ডায়মন্ড হারবার জেলা পুলিশের নির্দেশে মহেশতলা থানা ও মহেশতলা থানা উৎসব সমন্বয় সমিতির উদ্যোগে মহেশতলা থানা চত্বরে পুলিশ দিবস উদযাপন করা হয় । উপস্থিত ছিলেন মহেশতলা এস ডি পি ও কামরুজ্জামান মোল্লা , মহেশতলা থানার আসিতাপস সিংহ ও পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা । পুলিশ দিবসকে সম্মান জানিয়ে মহেশতলা থানার আইসি তাপস সিনহা সক্রিয় ভূমিকায় মহেশতলা থানার কর্মরত পুলিশ কর্মী ,মহিলা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদে, তাদের কাজের গুণগতমানকে সম্মান জানিয়ে বিশেষ কাজের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করেন। পাশাপাশি থানা চত্বরে বৃক্ষরোপন করা হয় এবং উপস্থিত প্রত্যেকের হাতে বৃক্ষ তুলে দেওয়া হয়। পুলিশ দিবস উপলক্ষে মহেশতলা থানা ও মহেশতলা থানা উৎসব সমন্বয় সমিতির উদ্যোগে নারী সুরক্ষার্থে নারী দের আত্মরক্ষার স্বার্থে তাই কুম্ফু প্রদর্শনী শিবিরের আয়োজন করা হয়েছিল । বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো,