
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর: ফের রাম – বাম জোটে বাজিমাত । বুধবার বিজেপি সিপিআইএম জোট গঠন করে পঞ্চায়েত বোর্ড গঠন করলো মহিষাদলে।বুধবার মহিষাদলের অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়, সেখানে ১৮ টি সিটের মধ্যে বিজেপি ও তৃনমূল পেয়েছে ৮ টি করে আসন।বাকি দুটি আসন পায় সিপিএম।এদিন সকালে পুলিশের তৎপরতায় ওই অঞ্চলের বোর্ড গঠন শুরু হয়। সেই বোর্ড গঠনে দেখা গেল সিপিআইএমের দুই প্রার্থী সমর্থন দিয়েছে বিজেপিকে।এর ফলে বিজেপি মোট 10 টি আসন নিয়ে অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের বোর্ড গঠন করেছে। বামেদের সমর্থন নেওয়া কথা স্বীকার নিয়েছেন সদ্য জয়ী নতুন অঞ্চল প্রধান ।অপরদিকে জয়ী সিপিআইএম প্রার্থী সাফ জানিয়েছেন দলের নেতা কর্মীরা চাইছিলেন বলেই তিনি বিজেপিকে সমর্থন করেছেন ।তবে জেলা নেতৃত্বের সম্মতি নেওয়া হয়নি। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে যখন কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে একাধিক বিরোধী দলের সমর্থনে” ইন্ডিয়া” জোট তৈরি করা হয়েছে। তখন রাম ও বামের এই যুগলবন্দী “ইন্ডিয়া” জোটে কতটা প্রভাব ফেলে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।