
প্রশান্ত দাস, মালদা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অনড় জুনিয়র চিকিৎসকেরা। তাদের কর্ম বিরতি, অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার মালদার মথুরাপুরে অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে চিকিৎসা পরিষেবা দেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। দশটিরও বেশি বিভাগের চিকিৎসকরা সেখানে হাজির ছিলেন। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। হবিবপুরের পর মানিকচকের মথুরাপুরে এটি দ্বিতীয় অভয়া ক্লিনিক। আর সেই ক্লিনিকে চিকিৎসা করার সময় তারা জানিয়ে দেন যতদিন না আরজি করে ঘটনায় দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন কর্ম বিরতি অব্যাহত থাকবে।উল্লেখ্য রাজ্য সরকারের কাছে ৫ দফা দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই বিষয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় তা জানার পরই পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।