
প্রশান্ত দাস,মালদা:সঠিক সময়ে স্কুলে আসেন না স্কুলের শিক্ষিকারা, যার ফলে ক্ষুব্ধ অভিভাবক মহল। একদিন দুদিন নয় এই ঘটনা প্রায় প্রতিদিনের।। এইভাবে স্কুল চলার চেয়ে স্কুল বন্ধ করে দেওয়া উচিত বলে দাবি অভিভাবকদের। এমনেই ছবি ধরা পড়ল মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে। ঘটনায় তদন্তের নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের।বুধবার স্কুলে দেরিতে আসার কথা ও প্রার্থনা দেরিতে শুরু হওয়ার কথা কার্যত স্বীকার করেছেন স্কুলের শিক্ষিকা। স্কুলের শিক্ষিকা প্রজ্ঞা শেঠ বলেন আজকে স্কুলের প্রার্থনা দেরিতে শুরু হয়েছে। তবে যত্নসহকারে ছাত্রীদের পড়াশোনা করানো হয় ক্লাসে বলে দাবি করেছেন শিক্ষিকা।কিন্তু অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা অনেকেই অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন বিষয়টি খতিযে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।