
প্রশান্ত দাস,মালদা:মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশীষ মন্ডল সহ ছয় জনকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আম বাগান থেকে বিজেপি প্রধানসহ এই ছয় জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশীষ মন্ডল বলে পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয় জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে বিজেপির দাবি তাদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।