
প্রশান্ত দাস, মালদা : মা আসছেন. সেজে উঠেছে চারিদিক. উৎসবের মেজাজে বঙ্গবাসী. কোথাও থিমের বহর, কোথাও আবার সাবেকিয়ানায় জোর.
গত বছর দুর্গাপুজোতে বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দিরের থিম নজর কেড়েছিল রাজ্যবাসীর। এবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর থিম ‘অযোধ্যার রাম মন্দির’। যে কমিটির মাথায় রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার পর ফিতে কেটে কেটে এরপর উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।
তবে, এই থিম নিয়ে ইতিমধ্যেই চড়ছে রাজনীতির পারদ. ‘শেষ সময়ে সকলেই রাম নাম নেয়। বুঝতে পেরেছে রাম ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না’, কটাক্ষের সুর বিজেপির গলায়।
‘রামমন্দির দেশের সম্পদ। যারা দেখতে যেতে পারেন নি তাদের জন্যই এই থিম, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতা তথা উদ্যোক্তাদের। তৃণমূল নেতা বাবলা সরকার বলেন, ‘আমরা বামপন্থীদের মতো পুজোর বিরোধিতা করি না। আবার বিজেপির মত ইস্যু নিয়ে রাজনীতিও করি না’,
উল্লেখ্য, এবার ৩৯ তম বর্ষে পা দিলো নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো. ‘অযোধ্যার রাম মন্দির’-এর আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। ইতিমধ্যেই চাঁচল মহকুমায় সারা ফেলেছে এই থিম। পুজোতে ব্যাপক ভিড় হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা.