
প্রশান্ত দাস, মালদা : ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।
জল বাড়তেই ফুলহার নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বারবার প্রশাসনকে জানানো হলেও কোন লাভ হয়নি। তাই মন্ত্রী এলাকায় যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ভাঙ্গন রোধ, পুনর্বাসন সহ একাধিক দাবিতে বিক্ষোভ।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জানান, এই কেন্দ্র থেকে জিতেছেন খগেন বাবু। এই বিক্ষোভ তাকে ঘিরে দেখানো উচিত।