
প্রশান্ত দাস,মালদা:বৃহস্পতিবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানাপাড়া এলাকার সিপিএম – কংগ্রেস শিবিরে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি। দুষ্কৃতীরা পঞ্চায়েত সমিতিতে জয়ী কংগ্রেস প্রার্থীর স্বামীকে মারধোর করে বলে অভিযোগ করেন জোট সদস্যরা। অভিযোগের তীর তৃনমূলের বিরুদ্ধে।প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে ২১ টি আসনের মধ্যে আটটি আসন দখল করে কংগ্রেস। তিনটি আসনে জয়লাভ করে সিপিএম। দশটি আসন পায় তৃণমূল। বর্তমানে পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। বোর্ড গঠন করার জন্য কংগ্রেস এবং সিপিএম প্রার্থীরা তহমিনা খাতুন নামে এক জয়ী কংগ্রেস প্রার্থীর বাড়িতে শিবির করে রয়েছেন। অভিযোগ গতকাল মধ্যরাতে সেই বাড়িতেই হামলা চালায় দুষ্কৃতীরা।আক্রমণ কারীরা সশস্ত্র অবস্থায় ছিল বলে দাবি কংগ্রেসের।তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল কংগ্রেস।