
প্রশান্ত দাস,মালদা:ভোট এবং গণনা পর্ব মিটে গেলেও অশান্তির বাতাবরণ অব্যাহত রয়েছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের খুনিবাথান এলাকায়। এলাকা কার্যত পুরুষশূন্য , আতঙ্কে রয়েছে গ্রামের মহিলারা। বিজেপি মহিলা সমর্থকদের অভিযোগ ভোটে জেতার পরে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার ও প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে ,।
এ বিষয়ে বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা জানান, তৃণমূলের দুষ্কৃতীরা অপরাধ করলেও বিজেপি কর্মীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে । পুলিশ তৃনমূলের ক্রীতদাসে পরিণত হয়েছে । যদি পুলিশ এরকম করতে থাকে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
তবে এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু । মালদা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গে ভোটে হেরে যাওয়ার পর,বিজেপি মিথ্যা অজুহাত খাড়া করছে।
সব মিলিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ কে কেন্দ্র করে সরগরম মালদা।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।