
প্রশান্ত দাস,মালদা:মালদার পাকুয়াহাট এলাকায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধোর করার প্রতিবাদে শনিবার দুপুর থেকে ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। মালদা পুলিশ সুপারের অফিসের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভ তুলতে বিজেপির মহিলা কর্মীদের উপর লাঠি চার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের উপর।এই নিয়ে পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।তিনি বলেন টানা ২১ ঘণ্টা অপেক্ষা করার পর ও আসেননি পুলিশ সুপার।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য মালদার জেলার পাকুয়াহাট এলাকায় দুইজন মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। মণিপুরের ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা টেনে বিক্ষোভে নেমেছে বিজেপি। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু করেছে বিজেপি। মণিপুরের ন্যায় এ রাজ্যেও নারী নির্যাতনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে গেরুয়া শিবির।