
প্রশান্ত দাস,মালদা:
কয়লা পাচার কাণ্ডে জিঙ্গাসাবদের জন্য মালদার রতুয়ায় কেন্দ্রীয় সংস্থার হানা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে জিঙ্গাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শ্যামল সিংহ সহ বাড়ির অন্যান্য সদস্যদের। প্রত্যেকের ফোন হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। পাশাপাশি শ্যামল সিংহের কলকাতার 47A টাউনশেন্ড রোডের 2nd ফ্লোরের 2 টি ফ্ল্যাটে সিল করেছে সিবিআই। । শ্যামল সিংহ দীর্ঘদিন আসানসলের সিআইএসএফে কর্মরত ছিলেন। কয়লা পাচার কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর