
প্রশান্ত দাস,মালদা : অতিরিক্ত বৃষ্টির ফলে মালদা জেলায় তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। মহানন্দা, পুনরভা টাঙ্গন নদীর জল বৃদ্ধিতে জলমগ্ন মালদার ইংরেজবাজার,রতুয়া দুই নম্বর ব্লক, বামন গোলা ও গাজোল ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার ৩, ২৩, ২৫, ২৯, ৪,৮,৯,১২,১৩,২০, সহ বেশ কয়েকটি ওয়ার্ড। বন্যা কবলিত মানুষদের জন্য ইংরেজবাজার পৌর এলাকায় খোলা হয়েছে তিনটি ত্রাণ শিবির। প্রশাসনের ত্রাণ বিধি নিয়ে অভিযোগ তুলছেন মালদাবাসী। ইংরেজবাজার পুর এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ ৮ ও ১২ নম্বর ওয়ার্ডে ত্রাণ দেওয়া হলেও জলমগ্ন বাকি ওয়ার্ড গুলিতে সেভাবে কোন ব্যবস্থা নিচ্ছে না জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভা।
যদিও মালদার জেলা শাসক নীতিন সিংঘানিয়া জানিয়েছেন, মালদার বন্যা কবলিত স্থানগুলিতে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।
বিজেপি নেতা অম্লান ভাদুড়ীর অভিযোগ, মালদার একাংশে বাঁধ নেই। এখন এই ত্রাণ সামগ্রী দিয়ে কিছু হবে না। এর স্থায়ী সমাধান চাই। পাশাপাশি তার দাবি,শাসকদলের কাউন্সিলররা মুখে না বলতে পারলেও তাদের অনেকেই প্রশাসন ও পুরসভার ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ।
অপরদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা কবলিত মানুষের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।