
প্রশান্ত দাস,মালদা:শুক্রবার সকালে প্রয়াত কংগ্রেস নেতা এবং মালদা জেলার রূপকার এবিগণি খান চৌধুরীর কবরে চাদর চড়িয়ে প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। গত নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন ঈশা খান চৌধুরী। তবে এবার চারবারের সাংসদ আবু হোসেন খান চৌধুরীর পরিবর্তে মালদা দক্ষিণের প্রার্থী করা হয়েছে তাকে। প্রচার শেষে সাংবাদিক বৈঠক করে ঈশা খান বলেন এবারের নির্বাচনে তাদের মুল প্রতিদ্বন্দ্বী বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের সাথেও লড়াই হবে,পাশপাশি তিনি আরো বলেন বিগতদিনের প্রয়াত কংগ্রেস নেতা তথা তাঁর মামার উন্নয়নের কর্মকান্ডই ভোট প্রতিযোগিতায় তাকে জয়ী করবে।