
প্রশান্ত দাস, মালদা: আবারো বিস্ফোরক মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকসর।কালিয়াচক এক নম্বর ব্লকে বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সী। প্রকাশ্যে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার হুমকি দেন । এমনকি বিজেপি নেতা কর্মীদের মাথা ভেঙে দিতেও বললেন তিনি ।।তার এই মন্তব্যে নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। মালদা জেলা সিপি আই এমের সভাপতি অম্বর মৈত্র জানান তৃণমূল কংগ্রেসের কোন সৌজন্যবোধ বা শিষ্টাচার নেই ।ওরা এই ধরণের কথা বলতেই অভ্যস্ত।
উত্তর মালদা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত জানিয়েছেন, বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত মালদার সংস্কৃতির কথা । মালদায় রাজনৈতিক মত পার্থক্য থাকলেও সৌজন্যবোধ আমাদের প্রথম থেকেই ছিল তা এখনো আছে। কিন্তু আব্দুর রহিম বকসী এই ধরনের মন্তব্য করে সেই ঐতিহ্য নষ্ট করছেন। সেই জন্য তাকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।