
প্রশান্ত দাস,মালদা:
ভুয়ো রেশন কার্ড তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো মালদার এক তৃনমূল নেতার বিরুদ্ধে।জানা গেছে ওই তৃনমূল নেতার নাম আশারফুল ইসলাম। জানা গেছে তার কাছে মোট ১৩ হাজার রেশন কার্ড ছিল। যার মধ্যে ৭০০০ হাজার কার্ড অবৈধভাবে ব্যবহৃত হয়েছে।এছাড়াও কিছু কার্ড রয়েছে যাদের বাস্তবে কোন অস্তিত্ব নেই। এই কার্ডগুলোর মাধ্যমে নিয়মিতভাবে রেশন সামগ্রীর অস্বচ্ছ ও অবৈধ বন্টন প্রক্রিয়া পরিচালিত হয়েছে। জেলা খাদ্য দপ্তরেও এই ডিলারের বিরুদ্ধে নানান দুর্নীতির বিষয়টি উল্লেখ করে প্রমাণসহ গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ করেছিলেন এলাকার একাংশ রেশন গ্রাহকেরা।এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত।তাতেই একের পর এক রেশন সামগ্রী বন্টনে অনিয়ম,খাদ্য সামগ্রী বিলির ক্ষেত্রে কোনরকম স্লিপ ইস্যু না করা,রেশন কার্ডের অপব্যবহার করা সহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে
জেলা খাদ্য নিয়ামক শাশ্বত সুন্দর দাস বলেন,গত আট বছর ধরে যেভাবে রাজ্য সরকারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে দুর্নীতি করা হয়েছে সেব্যাপারে তদন্ত করেই এই বিপুল অংকের জরিমানা করা হয়েছে। এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, বিষয়টি খাদ্য দপ্তর দেখছে। এর সাথে দলের কোন সম্পর্ক নেই
।দুর্নীতি প্রমাণ হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর ।
অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা অম্লান ভাদুড়ী জানান, এই এলাকায় ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটে। সেক্ষেত্রে কাদের কাদের ভুয়ো রেশন কার্ড করে দিয়েছেন তিনি সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত।অভিযুক্ত এই রেশন ডিলার আশরাফুল ইসলামকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হয়। তবে তিনি কোনো মন্তব্য করেন নি। জানা গেছে উচ্চ আদালতে দারস্থ হবেন তিনি।