
প্রশান্ত দাস,মালদা : পানীয় জলের পাইপ অবৈধ ভাবে ফাটিয়ে পাম্প বসিয়ে জল চুরি যাওয়ার অভিযোগ। এমনই অভিযোগ জমা পড়েছে পুরাতন মালদহ পুর কর্তৃপক্ষের কাছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুরাতন মালদা পুরসভা। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে সকলকে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনিভাবে কেউ জল সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে ব্যক্তি এই কাজে সাহায্য করবেন তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে পুরসভা। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বাড়ির পানীয় জলের পরিষেবা সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে।
প্রসঙ্গত,জল চুরি যাওয়ার জন্য অনেক এলাকাতেই সঠিকভাবে পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছচ্ছে না বলে অভিযোগ। পানীয় জলের সংকট দেখা দিচ্ছে বিভিন্ন এলাকায়। দীর্ঘদিন ধরে এমন ঘটনা হয়ে আসছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। আর তারপরেই এই সিদ্ধান্ত পুরসভার।