
প্রশান্ত দাস,মালদা:মালদার বামনগোলায় দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় চার পুলিশ অধিকারীকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রশাসনের। আই সি সহ চার পুলিশ অফিসারকে ক্লোজ করার সিদ্ধান্ত নিলেন জেলা পুলিশ সুপার। ঘটনার প্রায় ৯ দিন পর প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে ঘটনার পরিপ্রেক্ষিতে বামনগোলা থানার আইসিকে, পাকুয়াহাট থানার ওসি, ঘটনার ইনভেস্টিগেশন অফিসার, এছাড়াও এক সাব ইনসপেক্টরকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ঘটনার এতদিন পর কেন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।উল্লেখ্য
পাকুয়াহাট নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় দুই মহিলাকে দোষী সাব্যস্ত করা হয়। অথচ, তারা ওইদিন ওখানে উপস্থিত ছিলেন না বলেই দাবি। পরের দিন পাকুয়াহাট গিয়ে নির্যাতনের শিকার হন ওই দুই মহিলা।
দুই মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তাঁদের আইনজীবী। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার প্রায় ৭ দিন পর জামিন পান ওই দুই নির্যাতিতা মহিলা। ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশনও।