
প্রশান্ত দাস, মালদা : তৃতীয় দফায় ভোট রয়েছে মালদার দুই কেন্দ্রে. তার আগে রবিবার মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে সুজাপুর ময়দানে জনসভা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সভামঞ্চ থেকে ভারতের রাজনীতিতে এ বি এ গণি খান চৌধুরীর অবদান তুলে ধরেন কংগ্রেস সভাপতি. তিনি বলেন, ভারতের রাজনীতির ইতিহাসে মালদা তথা পশ্চিমবঙ্গের ৮ বারের সাংসদ গণি চৌধুরী মহান নেতা ছিলেন. সর্ভদা গরিবদের পাশে থেকেছেন. কাউকে ভয় করতেন না গণি খান চৌধুরী। নিজের সিদ্ধান্তে অটুট থাকতেন।
পাশাপাশি, এদিন মোদি সরকারকে বিরুদ্ধে সুর চড়ালেন খাড়গে. তাঁর কটাক্ষ, কংগ্রেসকে গালাগাল না দেওয়া অবধি খাবার হজম হয় না মোদীর. এছাড়াও, প্রধানমন্ত্রীকে ঝুটোকা সর্দার বলে নিশানা করেন কংগ্রেস নেতা
প্রসঙ্গত, রবিবারই ভোট প্রচারের শেষ দিন মালদার দুই লোকসভা কেন্দ্রে. শেষ মুহূর্তে এখানে সভা করে বিজেপি-তৃণমূলকে চাপে ফেলতে চাইছে খাড়গে তথা কংগ্রেস বলে মত রাজনৈতিক মহলের একাংশের.