
ওঙ্কার ডেস্ক: অম্বেডকরকে নিয়ে অমিত শাহের করা মন্তব্য নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। এই প্রসঙ্গে বুধবারই গেরুয়া শিবিরকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের ঐ মন্তব্যকে ‘দলিত-বিরোধী মনোভাব’ বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই বিতর্ক প্রসঙ্গে বৃহস্পতিবার বড়দিনের উৎসব উদ্বোধনের মঞ্চ থেকে, মমতা বলেন অম্বেডকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য শুনে তিনি স্তম্ভিত! পাশাপাশি বড়দিনে কেন ছুটি দেওয়া হয়নি কেন্দ্রের কাছে সে প্রশ্নও তোলেন তিনি।
উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে সংসদে বিতর্কের শেষে অমিত শাহ বলেছিলেন , ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর… এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত।’’ ।তার এই মন্তব্য রাহুল গান্ধীকে লক্ষ্য করেই ,বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এই নিয়ে তৃণমুল সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে। ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে নোটিস জমা দিয়েছিলেন। তৃণমূলের এই প্রতিবাদে খুশি বাবাসাহেবের পরিবার। বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে ধন্যবাদও জানিয়েছেন অম্বেডকরের পৌত্র প্রকাশ অম্বেডকর।
বৃহস্পতিবার কলকাতায় অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে ফের সরব হলেন।