
নিজস্ব প্রতিনিধি:যাদবপুরের একটা ছেলেকে মেরে ফেললো সিপিআইএম। ছাত্র মৃত্যু কাণ্ডে বামেদের বেনজীর আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।সোমবার ইমাম দের সমাবেশ অনুষ্ঠিত হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে।এই অনুষ্ঠান থেকে ছাত্র মৃত্যুর জন্য বাম ছাত্র সংগঠনকে সরাসরি দায়ী করে মমতা বলেন যাদবপুর নিয়ে আমরা গর্ব করি কিন্তু,এখানকার একটি ছাত্র কে সিপিআইএম ইউনিয়ন মেরে ফেললো। এতো রক্ত নিয়েও এরা বদলায়নি। পাশাপাশি এদিন বিজেপি কে নিশানা করে বলেন ,ওরা সংখ্যালঘুদের ভাগ করার জন্য টাকা দিচ্ছে ।এবং কংগ্রেস ও সিপিএমকে তৃনমূলের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে।বিজেপির সঙ্গে বামেদের গোপন বোঝাপড়া রয়েছে।
এছাড়া এদিন কেন্দ্রের বিজেপি সরকারের সময়সীমা বেঁধে দিয়ে বলেন ,,বিজেপি আর মাত্র ৬ মাস ক্ষমতায় আছে, তার পরেই কেন্দ্রে নতুন সরকার আসছে।
উল্লেখ্য এদিন রাজ্যের ইমামদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবং বৈঠক শেষে ইমাম ,পুরোহিত ও মোয়াজ্জেম দের ৫০০ টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষনা করেন তিনি।