
ওঙ্কার ডেস্ক:ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাওড়ার মঙ্গলাহাট বাজার পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর তিনটে নাগাদ একুশে জুলাই শহীদ সমাবেশ থেকে সরাসরি হাওড়া ময়দানের মঙ্গলাহাট পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী । তার সঙ্গে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন জমিজট মিটিয়ে আবার পুনরায় মঙ্গলাহাট নির্মান করা হবে। যে দোকানের জমি রাজ্য সরকারের অধীনে সেই জমিগুলিতে রাজ্য সরকার বিল্ডিং বানিয়ে দেবে। কেউ আগুন লাগিয়ে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত ভার সি আইডি কে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য বৃহস্পতিবার রাতে হাওড়ার মঙ্গলাহাট কাপড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন ছড়িয়ে পড়ে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফুট এলাকায়। মোট ১৮ টি ইঞ্চিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাটের যে অংশে আগুন লেগেছিল সেখানে জামা কাপড় মজুত করা ছিল বলে জানা গেছে।