
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : দেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের শিলিগুড়ির সুব্রত সংঘের পুজোর পাশাপাশি পাহাড়ে ৪টি, সমতলে ১১টি মিলিয়ে মোট ১৫টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার ৬৭ তম বর্ষে পা দিলো সুব্রত সংঘের পুজো. এবছর তাদের থিম “দৃষ্টিকোণ”।
মহালয়ার পুণ্য তিথিতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ৩২০ টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সুব্রত সংঘের পুজোর পাশাপাশি পাহাড়ে ৪টি, সমতলে ১১টি মিলিয়ে মোট ১৫টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবছর সুব্রত সংঘের ৬৭ তম বর্ষের থিম “দৃষ্টিকোণ”। এদিন উদ্বোধনের অনুষ্ঠানে সুব্রত সংঘে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর,ডিসিপি ইস্ট, রাকেশ সিং, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, মহকুমা শাসক অবাধ সিংহল, সহ অন্যান্য আধিকারিকেরা।