
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাত পোহালেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মন্দির উদ্বোধন উপলক্ষে সোমবার থেকেই পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘাতেই রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মঙ্গলবার দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না, হৃদয়কে ছুঁয়ে যায়। তাই আমি নিজের গোত্রে পুজো করি না, মা-মাটি-মানুষের গোত্রে পুজো করি। মা-মাটি-মানুষ ভাল থাকলেই আমি ভাল থাকব।’ প্রসঙ্গত, পুজোর আচার অনুষ্ঠানের জন্য রাজেশ দ্বৈতাপতি এসেছেন। এ ছাড়া পুরী থেকে দিঘায় এসেছেন ৫৭ জন সেবক। মোট এক কোটি বার নরসিংহ মন্ত্রোচ্চারণ করছেন সেবকরা। এদিন হোমযজ্ঞের জন্য আনা হয়েছে ২ কুইন্টাল ঘি এবং ১০০ কুইন্টাল আম, বেলকাঠ।
মুখ্যমন্ত্রী জানান, বুধবার বেলা আড়াইটে থেকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে। বেলা ৩টের সময় হবে দ্বার উদ্ঘাটন। তার পর ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। ওই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ঘিরে দিঘাতে কার্যত চাঁদের হাট। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বুধবার অনুষ্ঠান আছে। সে জন্য অদিতি এসেছে। ডোনা গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি এসেছে। দেব, রচনা, দেবলীনা, সকলেই এসেছে।’