
ওঙ্কার বাংলা ডেস্ক: মঙ্গলবার তিন দিনের দিঘা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে জনসংযোগ সারার পাশাপাশি জগন্নাথ মন্দিরের কাজ কত দূর হল, তা ও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিউ দিঘায় নেমে একপ্রস্থ জনসংযোগ সেরেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সফর ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা।প্রসঙ্গত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায়ও মন্দির তৈরি করা হচ্ছে। পর্যটকরা দিঘায় গেলে সৈকত ভ্রমণের পাশাপাশি পুজোও দিতে পারবেন। ২০১৯ সালে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২ সালে শুরু হয় মন্দির তৈরির কাজ। ২ বছর হয়ে যাওয়ার পরে মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। ২০২৫ সালে দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন হবে। তবে মন্দির তৈরি সম্পন্ন হয়ে গেলে কীভাবে তা পরিচালিত হবে, কাজকর্ম কোন পদ্ধতিতে চলবে তা চূড়ান্ত করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মন্দিরের যাবতীয় দায়িত্ব ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দিঘা সফরের জন্য ৩২৮০ জন পুলিশ কর্মী ব্যবহার হচ্ছে বলে দাবি শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, এই সফরে কোটি টাকার বেশি খরচ হচ্ছে।