
শেখ এরশাদ, কলকাতা : সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে বিধানসভায় বিশেষ নিন্দা প্রস্তাব আনা হয়. আর সেই আলোচনাকে ঘিরেই ফের এখবার শাসক-বিরোধী চাপানউতর তুঙ্গে ওঠে। বিধানসভার অধিবেশনের শুরুতে ওই প্রস্তাব এনে আলোচনার দাবি জানান মন্ত্রী মানস ভুঁইয়া. কিন্তু, আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি পরিষদীয় দল প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করে. বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “নীতি আয়োগের বৈঠকে নাটক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।” এ নিয়ে বিজেপিকে পাল্টা নিশানা করেন মন্ত্রী মানস ভুঁইয়া.
‘মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠরোধ করা. বিজেপি অসভ্য, মূর্খের দল’, গেরুয়া শিবিরকে তোপ দাগতে ছাড়লেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও.
প্রসঙ্গত, গত ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. তবে, মাত্র পাঁচ মিনিট বলার পরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি. এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেন, মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন. তাঁর মাইক বন্ধ করা হয়নি. এবার এই ঘটনার আঁচ এসে পড়লো রাজ্য বিধানসভায়.