
অরূপ পোদ্দার,শিলিগুড়ি:
প্রয়াত নকশালপন্থী নেতা কানু সান্যালের গ্রামের বাসিন্দাদের পানীয় জল দেওয়ার গ্যারান্টি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খুশির আবহাওয়া নকশালবাড়ি ব্লকের হাতিঘাষা গ্রামের বাসিন্দাদের মধ্যে।
উল্লেখ্য ২০০৯ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামের বাসিন্দারা তীব্র জল সংকটে ভুগছেন। ওই এলাকায় একটি জল প্রকল্পের কাজ চললেও,বিভিন্ন সমস্যার জন্য সেই কাজ এখনো শেষ হয়নি।বহু আবেদন নিবেদনের পরেও সমস্যার সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন জলকষ্টে থাকা কিছু পরিবার। যার মধ্যে অধিকাংশ রয়েছে আদিবাসী চা শ্রমিক পরিবারের সদস্য।সোমবার সেই মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিষয়টি শুনবার পর সমস্যার গোড়া খুঁজতে মঙ্গলবার দুপুরে তার এজলাসে ডেকে পাঠান অভিযোগকারীদের।এবং সব শোনার পর বুধবার ফের জলপ্রকল্পের সঙ্গে যুক্ত অধিকারীদের কোর্টে ডেকে পাঠিয়েছেন বিচারপতি। এই সমস্যার সমাধানে বিশেষ ভাবে মনোযোগ দিতে দেখা যায় বিচারপতি গাঙ্গুলিকে।নিজের আসন ছেড়ে গ্রামবাসীদের কাছে এসে অভিযোগ শুনতে দেখা যায় তাকে।এই আবহে বুধবার উত্তরবঙ্গে আসেন মমতা বন্দোপাধ্যায়।এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রতিশ্রুতি দেন ওই পানীয় প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।যতদিন না শেষ হচ্ছে ততদিন শিলিগুড়ি করপোরেশনের পক্ষ ওই এলাকায় জল সরবরাহ করা হবে।
মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর খুশির আবহ গ্রামবাসীদের মধ্যে।অবশেষে পানীয় জলের সংকটের স্থায়ী সমাধান হবে বলেও আশাবাদী কানু স্যানালের গ্রামের বাসিন্দারা।