
নিজস্ব প্রতিনিধিঃ ২০১৭ সাল থেকে রাজ্যে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষিপ্ত ভাবে ভোট হলেও তা প্রতি বছর হয়নি। সোমবার মেয়ো রোড থেকে সেই ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘আপনারা যদি শান্তিপূর্ণ ভাবে নির্বাচনটা করতে পারেন, আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব। যাদব পুর ইস্যুকে টেনে তিনি আরও মমতা বলেন “গোলি মারো বলছে। দিল্লি করবে ভেবেছে। আমার স্বপ্ন হারিয়ে গিয়েছে। দেখি কত বড় সাহস। মার গোলি। পুলিশকে বলেছি সবাইকে গ্রেপ্তার করবে যারা সেই স্লোগান দিয়েছে”।