
সোমনাথ মুখোপাধ্যায়,কলকাতাঃ মণিপুর জ্বলছে। উত্তর পূর্বের ছোট্ট রাজ্যটির আকাশে বাতাসে অশান্তির কালো ছায়া। ২১শে জুলাই, শহীদ দিবসের মঞ্চ থেকে মণিপুরের ঘটনায় বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শহীদ দিবসের মঞ্চে উঠেই মণিপুরের ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“মণিপুরের মানুষদের প্রতি আমাদের সমবেদনা রইল। মণিপুরে যা চলছে, বেটি বাঁচাও স্লোগান দিচ্ছেন আপনারা, বেটিদের জ্বালানো হচ্ছে। মণিপুর জ্বলছে। বিলকিস বানোর ঘটনায় অভিযুক্তদের মুক্তি দিয়েছেন। মহিলারা আমাদের মা, আম্মা, বেটি, বোন। তাদের এইরকম অসম্মান করা হচ্ছে।”
মমতা আরও বলেন, অরবিন্দের কথা হয়েছে, তারা কয়েকজন মুখ্যমন্ত্রী মিলে খুব তাড়াতাড়ি মণিপুর যাবেন। মহিলাদের ওপর অত্যাচার গণতন্ত্রের লজ্জা। মমতা দাবি করেন, এই মহিলারাই বিজেপিকে উৎখাত করবে। তিনি বলেন, মহিলারা কালী, দুর্গার রূপ। প্রসঙ্গত, এদিন সভা থেকে তৃণমূল সুপ্রিমোর নিশানা ছিল কেন্দ্রের সরকার বিজেপি। বাম বা কংগ্রেস সম্পর্কে সে অর্থে কোনো বাক্য ব্যয় করেননি মমতা।