
নিজস্ব সংবাদদাতা:ট্রেড মিলে হাঁটতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় বিপত্তি। মাথায় চোটলে কে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরে দ্রুত তাকে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হয়। জরুরী ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জানা গিয়েছে তাঁর কপালে গভীর ক্ষত হয়েছে। এই মুহূর্তে তাঁকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে।
খবর ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধী নেতারাও দ্রুত মুখ্যমন্ত্রীর শরীরের অবস্থার খোঁজখবর নেন। রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার টুইট করে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। শেষ পাওয়া খবরে জানা গেছে মুখ্যমন্ত্রী চিকিৎসা শুরু হয়েছে।