
এবার নিমন্ত্রণ করে কোনোও তারকাকে নিয়ে আসছেন না বরং তিনিই যাচ্ছেন তরকার নিমন্ত্রণে তাও আবার যে সে তারকা নয় একেবারে বিগ বি এবং লেডি বিগ বি। আর তাও বিগ বি এর স্বগৃহে। আগামী ৩০ তারিখে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী শক্তির তৃতীয় বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকের আগে অমিতাভ বচ্চনের বাড়িতে যাবেন মমতা। দেখা করবেন অমিতাভ এবং জয়া বচ্চনের সঙ্গে। জানা যাচ্ছে ৩১ তারিখে শরদ পাওয়ারের ডাকা চা চক্রে অংশ নেবেন মমতা। ১লা সেপ্টেম্বর রয়েছে বিরোধিদের বৈঠক। সেই বৈঠকে মূল্যবান বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর।
30 তারিখে কলকাতা থেকে মুম্বাই যাবেন। তারপর যাবেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের বাড়িতে। ৩১ তারিখে চা চক্রে অংশ নেবেন এবং ১ তারিখে বৈঠকে অংশ নেবেন যে বৈঠকের আয়োজন করা হয়েছে মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত এ। এরপর যৌথ সাংবাদিক সম্মেলন সেরেই তিনি ফিরবেন কলকাতা। রাজনৈতীক ব্যক্তিত্বের বিরোধী দলের বৈঠক থাকাটা স্বাভাবিক তবে তার মাঝে বচ্চন পরিবারের পক্ষ থেকে পাওয়া নিমন্ত্রণের আলাদাই মাত্রা। এ যেন বাংলার দিদি যাবেন বাংলার মেয়ে জামাই এর বাড়ি। দিদির শুভাকাঙ্ক্ষীরা বলছেন নিন্দুকেরা যাই বলুক দিদির কিন্তু এলেম আছে।