
তামসী রায় প্রধান,ওঙ্কার বাংলাঃ কেন্দ্রের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে আগামী ২ অক্টোবর ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি পুলিশ এই সভার অনুমতি বাতিল করেছে। এবার রামলীলা ময়দানের পরিবর্তে দিল্লির আরও তিনটি জায়গায় ধর্নার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি পাঠাল তৃণমূল।
রামলীলা ময়দানের বদলে, যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও গিরিরাজ সিং এর বাড়ির কাছে ধর্না করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে তৃণমূল। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এবার পুলিশ যদি এই তিন জায়গায় সভার অনুমতি বাতিল করে তাহলে বিতর্কের মুখে পড়তে হবে পুলিশ তথা স্বরাষ্ট্র মন্ত্রককে। স্বাভাবিকভাবে তৃণমূলের এই পদক্ষেপে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকারের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক।
তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এ কেমন শাসন? ১০০ দিনের কাজ করেও মানুষ তাঁর প্রাপ্য টাকা থেকে বঞ্চিত। কেন্দ্র মানুষের পাওনা টাকা দিচ্ছে না। আবার মানুষের আন্দোলনের গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিতে চাইছে। আমরা আইনি পথেই অনুমতি চেয়েছি। তবে বিজেপি যদি ভাবে, দিল্লি পুলিশ দিয়ে তৃণমূলের আন্দোলন রুখে দেবে, তাহলে ভুল করছে। এভাবে তৃণমূলের আন্দোলন আটকানো যাবে না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। ফলে পুলিশ অনুমতি না দিলেও আমাদের আন্দোলন হবে। এবং কোনও অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে তার জন্য দায়ী থাকবে পুলিশই।”