মানস চৌধুরী, দমদমঃ শনিবার সন্ধ্যায় বিদেশ সফর সেরে শহরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার সফর ইতিবাচক। বড় বড় চুক্তি হয়েছে। খুব ভালো বৈঠক হয়েছে। ফিকি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বৈঠকগুলোর আয়োজন করেছিল। এত সফল আলোচনা তিনি খুব কম দেখেছেন। প্রবাসী বাঙালিরা এই মিটিং নিয়ে খুব খুশি।
শনিবার সন্ধ্যায় ১২ দিনের বিদেশ সফর শেষে কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে বিদেশী লগ্নী আনার জন্যই তার এই বিদেশ সফর। অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ছিলেন তার সফর সঙ্গী।
বিদেশ সফর শেষ করে কলকাতায় ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ ই সেপ্টেম্বর সকালে কলকাতা থেকে দুবাই হয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।