
রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবার মুখ্যমন্ত্রীর বাড়িতেই। আগামী সপ্তাহে ১২ তারিখে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। চোট লাগার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী আপাতত বিশ্রামে বাড়িতেই। বাড়ি থেকে সমস্ত কাজে দেখভাল করছেন মমতা। এবার বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, বলে সুত্রের খবর।