
তামসী রায় প্রধান,কলকাতাঃ দুর্গা পূজার সময় রেকর্ড মদ বিক্রি হয়েছিল বাংলায়। কিন্তু দু মাসের মধ্যেই সেই রেকর্ড ভেঙ্গে ছারখার। আবগারি দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ইংরাজি নববর্ষের আনন্দে সবচেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হল রাজ্যে৷
ডিসেম্বর মাসে ২ হাজার ১০০ কোটি টাকা রাজ্য আয় করল শুধু মদ বিক্রি করেই। যা সর্বকালীন বাংলায় মদ বিক্রিতে রেকর্ড। চলতি অর্থ বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি টাকা ছাড়াবে বলে মনে করছে আবগারি দফতর।
তবে লক্ষ্যনীয় ভাবে, গতবারের তুলনায় বাংলা মদের বিক্রি অনেকটাই কমে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে বিদেশি মদ।