
সোমনাথ মুখোপাধ্যায়, নবান্নঃ জলপাগুড়ি জেলার সদর মহাকুমা ভেঙ্গে নতুন মহকুমা হল ধূপগুড়ি। সোমবার নবান্নে ধূপগুড়িকে নতুন মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ধূপগুড়ি ব্লক এবং বানারহাট ব্লক নিয়ে এই নব মহকুমা। প্রসঙ্গত, ভোটের আগে মহকুমা গঠনের কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতেই সেই কথা রাখলেন তৃণমূল সুপ্রিমো । গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন হয়। শুক্রবার তাঁর ফল ঘোষণা হয়। বিজেপির থেকে ধূপগুড়ি আসন ছিনিয়ে নেয় তৃণমূল। চার হাজারেরও বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।
ধূপগুড়ির মানুষের দীর্ঘদিন ধরেই দাবি ছিল, ধূপগুড়ি আলাদা মহকুমা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার সভায়ও সেই দাবি তুলেছিল উপস্থিত জনতা। তাঁদের সেই দাবিপূরণের আশ্বাস দেন অভিষেক। প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। অভিষেক। বলেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। এবার প্রতিশ্রুতিপূরণ হল।