
নিজস্ব প্রতিনিধিঃ পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বৃহস্পতিবার রাজধানীতে যাওয়ার কথা ছিল মমতার। সূত্রের খবর, শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। শুক্রবার দিল্লি যেতে পারেন বলে খবর। তবে, চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অংশ নেওয়ার কথা। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল মমতার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল। কিন্তু শেষ মুহূর্তে সফর পিছিয়ে যাওয়ায় নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।