
ওঙ্কার ডেস্ক:ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ভেতরে পিটিয়ে খুন এক যুবক।মৃত যুবকের নাম কৃষাণু চ্যাটার্জি।চাঞ্চল্য এলাকাজুড়ে।রবিবার রাইফেল ফ্যাক্টরির পার্কে একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল কৃষাণু ও তার বন্ধুরা। একসঙ্গে আড্ডা মারছিলেন তারা। পরিবার সুত্রে খবর,আচমকাই ফ্যাক্টরির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা মারধর করে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। বাকি ২ জনকে আশঙ্কাজঙ্ক অবস্থায় ব্যারাকপুর বি এম বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা চলছে। মৃত যুবকের পরিবার নোয়াপাড়া থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ সমস্ত বিষয়টি ক্ষতিয়ে দেখছে।