
সায়ন মাইতি,খড়গপুর : একুশে জুলাইয়ের সভা থেকে ফেরার পথে শুক্রবার তৃণমূল কর্মী সমর্থক বোঝাই একটি বাস খড়গপুরে দুর্ঘটনার মুখে পড়ে। শনিবার মেদিনীপুর হাসপাতালে গিয়ে বাস দুর্ঘটনায় আহতদের সঙ্গে গিয়ে দেখা করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। আহতদের সঙ্গে দেখা করার পর এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, জেলা হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের সেবা করেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেখা করতে এসেছেন আহতদের সঙ্গে।
উল্লেখ্য,একুশে জুলাইয়ের সভা থেকে ফেরার পথে শুক্রবার রূপনারায়ণ ব্রিজের উপর ঘটনাটি ঘটে। জানা গেছে,বাস দুর্ঘটনায় মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হন প্রায় ৫২ জন তৃণমূল কর্মী সমর্থক। মেদিনীপুর কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। শনিবার মেদিনীপুর হাসপাতালে এসে আহতদের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী মানস ভূঁইয়া।