
গোপাল শীল,মন্দির বাজার: বিজেপি কে বোর্ড গঠনে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে মন্দিরবাজার এলাকায় অবস্থান বিক্ষোভ অগ্নিমিত্রা পালের ।স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানার কৃষ্ণপুর অঞ্চলে বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছিলেন এলাকার বিডিও।
তাই প্রস্তুতি নিয়ে বিজেপি বোর্ড গঠনের জন্য নিয়ে এই এলাকায় আসে।হঠাৎ করে বিডিও পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার বোর্ড ঘটনাহচ্ছে না। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা।, খবর পেয়ে এলাকায় আসেন বিধায়ক অগ্নীমিত্রা পাল।কিন্তু তাকেও রাস্তার উপরে আটকে দেওয়া হয়।তখন মাধবপুর বাজারের রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা এবং বিজেপি সমর্থকেরা। ।, ইতিমধ্যে অগ্নিমিট্রা পাল জানিয়েছেন যতক্ষণ অবধি বোর্ড গঠন না হবে ততক্ষণ এই রাস্তা অবরোধ চলবে।উল্লেখ্য এই কৃষ্ণপুর অঞ্চলের ১৯ গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৫ টি আইএসএফ ৩, এবং টি নির্দল ১ টি আসন পায়।অপরদিকে বিজেপি পায় ১০ টি আসন । তাই এখানে বোর্ড গঠন করার কথা বিজেপিরই।