
অনুপ রায়,হাওড়া:পুড়ে যাওয়া মঙ্গলা হাটেই ব্যবসায়ীদের পুনর্বাসন দেবার দাবি জানালেন বাম নেতা মহম্মদ সেলিম।এবং তিনি দাবি করেন মঙ্গলা হাটে আগুন লাগেনি লাগিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে হকার্স ইউনিয়নের ডাকে মঙ্গলাহাটে আসেন মহম্মদ সেলিম। এবং তিনি দাবি করেন এই বাজারে আগুন লাগেনি ,লাগিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে আক্রমণ করে বলেন উনি মাফিয়াদের জন্য কাজ করেন ,এবং অপরাধীদের আড়াল করেন।এছাড়া ও এদিন সিবিআই ও সিডি দুই তদন্তকারী সংস্থারই সমালোচনা করেন।