
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যার প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি থানা মোড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, নয়তো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি জেলা কংগ্রেস সভাপতির।
উল্লেখ্য, ময়নাগুড়ির সক্রিয় কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে বেধড়ক মারধরে হত্যাার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এরই মধ্যে শুক্রবার ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি থানা মোড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। যেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার স্লোগান তোলেন বিক্ষোভরত কংগ্রেস কর্মীরা।
বিক্ষোভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত অভিযোগ করে বলেন, ‘মানিক রায়ের বাড়ির পিছনে নদী ছিল, সেখান থেকে তৃণমূলের দুস্কৃতিরা বেআইনিভাবে বালি তুলতো, যার প্রতিবাদ করাতে মানিকের এমন দশা হয়েছে’। প্রশাসনকে একহাত নিয়ে তাঁর বক্তব্য, পুলিশ জানতো তার বাড়িতে হামলা হতে পারে, তা সত্বেও পুলিশ তাঁকে বাঁচাতে পারেনি।
শনিবার প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি মানিক রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে আসবে বলে এদিন জেলা সভাপতি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নয়ো এসপি অফিস ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলা সভাপতি।