
নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনও ফারাক নেই। বিজেপি ত্রিপুরায় যা করছে তৃণমূল পশ্চিমবঙ্গে তাই করছে। বর্ধমানে প্রয়াত সিপিএম নেতা নিরুপম সেনের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, ‘এখানে পার্টি ১০-১২ বছর ধরে লড়াই করছে। বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে আলোচনা করব। বুথ ভিত্তিক কমিটি তৈরির উপর কর্মীদের জোর দিতে হবে। ইন্ডিয়া জোটের বিষয় তিনি বলেন, ‘২৮টি দলকে এক জায়গায় নিয়ে আসা যেমন লড়াই, তেমনি ২৮টি দলকে এক জায়গায় রাখাটাও লড়াই। যারা থাকতে চাইছেন না, তাদের জোর করে রাখা যাবে না। ‘পাখির চোখ হওয়া উচিত লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে জয়লাভ করা।