
ওঙ্কার ডেস্ক : সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে কলকাতার মানিকতলাতে কেন্দ্রের. উপনির্বাচনের ভোট শুরু হয়ে গেছে সকাল সাতটা নাগাদ এখনো পর্যন্ত কোনো অশান্তি ঝামেলার মানিকতলা বিধানসভা কেন্দ্রে ঘটেনি বেলা নটা পর্যন্ত ভোটের হার দু’ঘণ্টায় খুবই কম বুথে বুথে চলছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাশাপাশি ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে তেমন একটা নয়। শতকরা হিসেবে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১১%। মানিকতলা উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী রাজীব মজুমদার ভোটকে প্রহসন বলে দাবি করেন.