
কোয়েল বণিক, মানিকতলা : বাংলার চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন. এই চার কেন্দ্রের মধ্যে অন্যতম নজরকাড়া মানিকতলা কেন্দ্র. এখনও পর্যন্ত ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলেও কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে.
ভোটের সকাল থেকেই এ বুথ থেকে ও বুথ চোষে বেরাচ্ছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে. তাঁর অভিযোগ, বুথগুলোতে দেদার ভোটলুঠ করছে তৃণমূলের কাউন্সিলররা.
ভোট পরিদর্শনের মাঝেই কল্যাণকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা. এ নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ করে কল্যাণ বলেন, ‘লোকতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে’.