সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট : নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। টানা বৃষ্টির কারণে ফসলের গোড়ায় জল জমে পচন শুরু হয়েছে। নষ্ট হচ্ছে প্রচুর পরিমান সবজি। সবজি পচনের জন্য বাজার হয়েছে অগ্নিমূল্য। পাশাপাশি ফোঁড়ে দালালের উৎপাতও বেড়েছে কৃষকদের ঘরে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার দশটা ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে লাগাতার বৃষ্টির ফলে ফসলের গোড়ায় জল দাঁড়িয়েছে। যার ফলে কাঁচা লঙ্কা, ওল, বাঁধাকপি, বরবটি,কাকরোল উচ্ছে ,গাজর বাঁধাকপি, বিটে পচন শুরু হয়েছে।
শাক সবজি পচনের কারণে একইসঙ্গে এগুলির বাজার দরও বেড়েই চলেছে। গত তিনদিন আগে পেঁপের দাম ছিল কেজিপ্রতি ২০ টাকা, এখন ৩০ টাকা। কাঁচালঙ্কা কেজিপ্রতি ৫০,টাকা ছিল সেটা হয়েছে ১০০ টাকা।
হঠাৎ শাক সবজির দাম বৃদ্ধির কারণে উচ্ছে,বেগুন, বিট,গাজর ,বরবটি এখন রীতিমতো সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে সরকারের কাছে চাষীদের আবেদন কৃষি ঋণ মুকুবের ব্যবস্থা করা হোক।