
সাহেব পাল,কোচবিহার ঃ কোচবিহারের মাথাভাঙ্গায় নলি কাটা দেহ এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমে প্রতিহিংসার তথ্য সামনে এসেছে। সাউথ মুভিকেও হার মানিয়েছে মাথাভাঙ্গা শহরের ঘটনা। ঘটনায় গ্ৰেফতার বছর ২৫ শের যুবক অজয় মাহাত ওরফে, গরখা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে অ্যাডিশনাল এসপি অনিমেষ রায় জানান, প্রতিহিংসার জেরেই খুন হতে হয়েছে শ্যামল ঘোষকে। প্রায় ১৫ -১৬ বছর আগে শ্যামল ঘোষ অজয় মাহাতোর বাবাকে মারধর করে। আর তার মাস দেড়েক পরেই তার বাবার মৃত্যু হয়। এই ঘটনার রেষেই খুন। অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তুলে ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করা হবে।তবে ঘটনার আরও সূত্র খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।