
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণা:সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বাড়িতে কোন সন্তান প্রসব হবে না। মাতৃযানের মাধ্যমে প্রসূতি মাকে আনতে হবে হাসপাতালে। এদিকে মাতৃযান মালিকদের আট মাস ভাড়া দেওয়া হয়নি , বাধ্য হয়ে ধর্মঘটে সামিল হলেন দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘি গ্রামীণ হাসপাতালের মাতৃযান চালক ও তাদের মালিকেরা। বি এম ও এইচ থেকে সি এম ও এইচ পর্যন্ত দরবার করেও পাওনা টাকা না মেলায় মাতৃযান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।ইতিমধ্যে মাতৃযান পরিষেবা না মেলায় হাসপাতালের বাইরে প্রসব করেছেন প্রসূতিরা। এমনকি আশা কর্মীর কথায় অ্যাম্বুলেন্স না পেয়ে মেশিন ভ্যানে আনতে গিয়ে প্রসব করছেন মায়েরা।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন রায়দীঘির বিএম ও এইচ সুমন্ত ঘোষ।মাতৃযান চালকদের এই বনধের জেরে কার্যত সমস্যায় পড়েছেন প্রসূতি এবং তাদের পরিবারের সদস্যরা। পুরো ঘটনার দ্রুত সমাধান হোক এমনটাই চান সকলে।