
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রবিবার সংবাদিক সম্মেলন করে বিজেপি এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলে, ‘‘মানুষ চোর ধরার চেষ্টা করছে। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছি দুর্নীতি দুষ্কৃতিদের বিরুদ্ধে। চোর ধরো জেল ভরো স্লোগান দিয়েছে বামপন্থীরা। এই লড়াই আরও তীব্র হবে।
দলের প্রক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারি প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, কোন মিথ্যা মামলা মানুষকে আটকাতে পারবে না। তিনি আরও বলেন, ‘সন্দেশখালিতে মহিলাদের দুর্দশার কথা পুলিশ জানতেন না? এটা হতে পারে? যে বা যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। ভাঙড়, গোসাবা, বাসন্তী, মীনাক্ষা জুড়ে জমি লুঠ, ভেরি লুঠ, অস্ত্র মজুত রেখেছে তৃণমূল। বামপন্থীরা বলেছিল লাঙ্গল যার জমি তার আর মমতা বলছে অস্ত্র যার জমি তার’।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, ‘‘যেখানে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার হয় সেখানে তৃণমূল একটা করে বাহিনী তৈরি করেছে মমতার নির্দেশে। সেই বাহিনীর মাথায় পোশাকি নাম দেওয়া বল্ক সভাপতি, পঞ্চায়েত সদস্যরা থাকেন। তারা না বললে পুলিশ কোন কাজ করে না”।