
শান্তনু পান,মেদিনীপুর : অশান্তি ও উত্তেজনা থামার কোন লক্ষণ নেই,মেদিনীপুর মেডিক্যাল কলেজে । এবার কর্তৃপক্ষের নয়া নির্দেশিকার বিরুদ্ধে মেডিক্যাল কলেজের ডিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো জুনিয়ার ডাক্তাররা। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যালের হাউস স্টাফ তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তার দলবলের হুমকি নিয়ে কয়েক দিন আগেই প্রতিবাদে সোচ্চার হয় জুনিয়ার ডাক্তাররা। ঘেরাও করা হয় কলেজ অধ্যক্ষাকে! এরপরই মুস্তাফিজুর রহমান মল্লিকে কলেজ ও হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যে আবার নতুন নির্দেশিকা জারি করে কলেজ কর্তৃপক্ষ। নির্দেশিকায় জানানো হয়েছে, তিনি হাউস স্টাফ শিপ করতে পারবেন। তারই প্রতিবাদে এবার মেডিক্যাল কলেজের ডিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়ার ডাক্তাররা। ছাত্র-ছাত্রীদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওই অভিযুক্ত বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমানকে কলেজ থেকে সরানো হচ্ছে, ততক্ষণ তারা এ আন্দোলন চালিয়ে যাবেন। ওই অভিযুক্ত ছাত্রনেতা কলেজে থাকলে তারা ভয় মুক্ত পরিবেশে পড়াশোনা ও চিকিৎসা পরিষেবা করাতে পারছে না বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের।